জাতীয় কাবাডিতে অংশ নিতে কুমিল্লা গেল চট্টগ্রাম জেলা দল

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৩৬ অপরাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী জোন পর্বে অংশ নিতে ৩২ সদস্যের চট্টগ্রাম জেলা দল গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার কুমিল্লায় গেছে। চট্টগ্রাম জেলা কাবাডি পুরুষ দলের ম্যানেজার এবং কোচের দায়িত্ব পালন করবেন যথাক্রমে হারুন অর রশীদ এবং মো. ইশতিহাদ হোসেন শিপন। চট্টগ্রাম জেলা মহিলা কাবাডি দলের ম্যানেজার এবং কোচের দায়িত্ব পালন করবেন যথাক্রমে ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ এবং ইমরুল হাসান ইমন।

চট্টগ্রাম জেলা পুরুষ কাবাডি দলের খেলোয়াড়রা হলেনজয় দে, শিহাবুল ইসলাম, মো. মাঈনুদ্দীন, তাফরিক মাহমুদ, তানজিদ মাহমুদ, মো. ফয়সাল চৌধুরী, ফখর উদ্দিন, মো. সোহেল, ফারহান সাদিক, ইমতিয়াজ উদ্দিন সোহাগ, ইমরান উদ্দীন কাজেমী তুহিন, ইফতেখার উদ্দিন, মো. কাদের, মো. শাকিল। চট্টগ্রাম জেলা নারী কাবাডি দলের খেলোয়াড়রা হলেনপাপিয়া বিনতে জসীম, বর্ষা সূত্রধর, সাদিয়া তাবাসসুম মিলি, উম্মে হাবছা ইসরাত, সামিহা চৌধুরী, রিমা আক্তার, সুমাইয়া, দিবা আক্তার রিপা, তাসলিমা জান্নাত আনিকা, তৃষা বিশ্বাস, পূর্ণিমা, কেয়া দাস, পূর্ণাশ্রী দেবী, হুমায়রা হাবিব আনিশা।

পূর্ববর্তী নিবন্ধছেলেকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা ফটিকছড়িতে
পরবর্তী নিবন্ধস্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ