বন্দর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)। সমাবেশে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর বলেন, বন্দরের আর এক ইঞ্চি জায়গাও বিদেশি কিংবা বেসরকারি কোম্পানির কাছে যেতে দেব না। মোজাহের হোসেন শওকতের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন শফিকুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য দেন, আবুল কালাম আজাদ, আবদুল হাই, শেখ সানোয়ার মিয়া, দিদারুল আলম, নাছির উদ্দিন, হুমায়ুন কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।