জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল, সিআরবি সদর দপ্তর শাখার উদ্যোগে গতকাল বুধবার রেলওয়েতে সংস্কারের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মনিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও আলী আফতাব মাহমুদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. মমিনুল ইসলাম মামুন। পরে নেতৃবৃন্দ মহা ব্যবস্থাপূর্বক (পূর্ব) নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ যুগপোযোগী সংস্কারের মাধ্যমে রেলওয়েকে যাত্রীবান্ধব ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন এস এম বাহাউদ্দিন মিরন, মো. মাহাবুবুল আলম, কাজী আনসারুল হক, মো. তাজুল ইসলাম মিঠু, আবু সাঈদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।