জাতীয় হ্যান্ডবলে চট্টগ্রামের জয়

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

৩৫ তম জাতীয় হ্যান্ডবল (পুরুষ )প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা জয়লাভ করেছে। গতকাল বুধবার সকালে ঢাকার ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা দল ৩১১৮ গোলের ব্যবধানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। চট্টগ্রাম জেলা দলের পক্ষে সিফাত ৫টি, আলমগীর ৫টি এবং আরাফাত রহমান ৪টি গোল করেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধশক্তিশালী দল নিয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ১ম দিনে বাংলাদেশের পুঁজি ২২৫