জাতীয় স্কুল ক্রিকেটে সিকেএসপির জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোইগতার চট্টগ্রাম পর্বে সিকেএসপি জয় পেয়েছে। গতকাল ২৫ জানুয়ারি বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২ উইকেটে মমতা স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে মমতা স্কুল এন্ড কলেজ। তারা ৩০ ওভার খেলে ১৩১ রান তুলে সবাই আউট হয়ে যায়। মমতা স্কুলের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৪০ থেকে। এছাড়া রাকিব ২৬,ফয়সল ১০,শাওন ১০ রান করে। সৌরভ ১৬ রান করে অপরাজিত থাকেন। সিকেএসপির পক্ষে ফয়সাল আবরার ৪টি এবং মোহাম্মদ আজমাইন ২টি উইকেট পান। জবাবে সিকেএসপি ৩৪.৫ বল খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে নেয়। দলের ফাইরিভ হুমায়ুন অহন ৩৪,আকিবুল ইসলাম সানি ১৬,ইহতিসাম সাজিদ অপ. ১৬ এবং সাদমান তাহসিন ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৩৯ রান। মমতা স্কুলের পক্ষে মো. রাকিব ২৪ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। ৩টি উইকেট পান মো. সৌরভ।

পূর্ববর্তী নিবন্ধচবি প্রীতিলতা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদেরকেও সুস্থ ও সবল নাগরিক রূপে গড়তে হবে