জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল রোববার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠে উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মর্ডান হাই স্কুলের শিক্ষক নেয়াজ খান, কোচ মোঃ আইয়ুব খান, আন্নান্দ সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাক্ষণবাড়িয়ার শিক্ষক এ এফ এম আব্দুস সাকির ও কোচ ফেরদৌস রহমান এবং বিসিবির চট্টগ্রাম জেলা কোচ শেখ মাহাবুব করিম (মিঠু)। মোট ১১ টি স্কুল দলের অংশগ্রহণে চট্টগ্রামের দুই ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথি দুই দলের খেলোয়াড় ও কর্মকতাদের সাথে পরিচিত হন।

উদ্বোধনী ম্যাচে কুমিল্লা মডার্ন হাই স্কুল ৭ উইকেটে ব্রাক্ষণবাড়িয়া অন্নদা সরকারি হাই স্কুলকে পরাজিত করে শুভ সূচনা করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা অন্নদা সরকারি হাই স্কুল মাত্র ৩২ রানে অল আউট হয়ে যায়। মাত্র ১৬.৪ ওভার ব্যাট করতে পারে তারা। দলের ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছে শূন্য রানে। সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত থেকে। কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে যেতে পারেনি। সর্বোচ্চ ৭ রান করে সৈয়দ নুর । কুমিল্লা মডার্ন হাই স্কুলের পক্ষে ফরহাদ কোন রান না দিয়ে নিয়েছে ৩ উইকেট। ৪ রানে ৩ উইকেট নিয়েছে মোস্তাফিজুর রহমান। ৯ রানে ৩ উইকেট নিয়েছে লুৎফুর রহমান। মাত্র ৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪.৫ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা মডেল হাই স্কুল। তাদেরও কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেনি। ব্রাক্ষণবাড়িয়া অন্নদা সরকারী হাই স্কুলের পক্ষে ৫ রানে ২টি উইকেট নিয়েছে রাতুল।

পূর্ববর্তী নিবন্ধতামিম ইকবালের সেঞ্চুরিতে মোহামেডানের দাপুটে জয়
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনায় প্রবল বৃষ্টিতে বন্যায় ১০ মৃত্যু