জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩–এ বিশেষ সাফল্য অর্জন করেছে কর্ণফুলী উপজেলাধীন আজিম–হাকিম স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার ২৮টি ইভেন্টে অংশ নিয়ে ১৪টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে, যা উপজেলায় একক বিদ্যালয়ের সর্ব্বোচ্চ সাফল্য। প্রথম স্থান বিজয়ী শিক্ষার্থীরা হলেন– লাযিম ইসলাম লিখন (বাংলা রচনা), ফাহমিদা সালাম সুরাইয়া (ইংরেজি রচনা), তানিয়া ইমরান সাথী (ইংরেজী রচনা), ফাহমিদা সালাম সুরাইয়া (বিতর্ক প্রতিযোগিতা একক), তাহসান আলম নিরব (তাৎক্ষনিক অভিনয়), তাজুল ইসলাম (দেশাত্মবোধক গান), লাবন্য আচার্য্য (রবীন্দ্র সংগীত), অরিত্রী পাল (নজরুল সংগীত), সৌরভ শীল (নজরুল সংগীত) প্রমী ধর (লোক সংগীত), হাসনা হেনা (হামদ নাত), আতিকা ইবনাত (বিতর্ক প্রতিযোগিতা), তানিয়া ইমরান সাথী (নির্ধারিত বক্ততা)। গত সোমবার উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিালেন কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমদ ও মহিলা ভাইস চেয়্যারম্যান ডা. ফারহানা মমতাজ। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আজিম–হাকিম স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি লায়ন হাকিম আলী বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান।












