জাতীয় ক্রিকেট লিগের টায়ার টুতে তৃতীয় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় দল। গতকাল সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে চট্টগ্রামের ছেলে নাঈম হাসানের ঘূর্ণিতে বরিশাল বিভাগ তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অল আউট হয়ে যায়। ফলে চট্টগ্রাম বিভাগ ৩০০ রানের বিশাল জয় পায়। এই লিগে খুলনা বিভাগ তিনটি জয় তুলে নিয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় তারা পয়েন্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। আর চট্টগ্রাম দ্বিতীয় স্থানে। ৩৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল বিভাগ ১০ রানে প্রথম উইকেট হারায়। প্রথম আঘাত হানেন ফরহাদ হোসেন। তিনি ফেরান শাহরিয়ার সাকিবকে। ৫ রান যোগ হতেই আরেক ওপেনার মঈনুল ইসলামকে ফেরান আরাফাত মিশু। এরপর শুরু হয় নাঈম হাসানের ঘূর্ণি জাদু। তার স্পিনের মুখে পড়ে একের পর এক বরিশাল বিভাগের ব্যাটাররা সাজ ঘরে ফিরতে থাকে। কোন ব্যাটারকেই দাড়াতে দেননি চট্টগ্রামের এই স্পিনার। একে তিনি তুলে নিয়েছেন ইফতেখার হোসেন, ফজলে মাহমুদ, সালমান হোসেন, মঈন খান, সোহাগ গাজিকে। চট্টগ্রামের পেসার ইফরান হোসেন বরিশালের লেজটা ছেটে দেন দ্রুতই। আর তাতে মাত্র ৫৪ রানে অল আউট হয় বরিশাল বিভাগ। এর আগে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে করেছিল ২৯৮ রান। জবাবে বরিশাল বিভাগ তাদের প্রথম ইনিংসে করেছিল ২০০ রান। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ২৫৬ রান করে ইনিংস ঘোষনা করে। আর তাতেই বরিশালের সামনে লক্ষ্য দাড়ায় ৩৫৫ রানের। কিন্তু সে লক্ষ্যকে অতিক্রম করতে দেননি চট্টগ্রামের বোলাররা। নাঈম হাসান ২১ রানে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন ফরহাদ হোসেন এবং ইফরান হোসেন। নাঈম হাসান প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি।