জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে ফিরছে লিখিত পরীক্ষা : উপাচার্য

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ্‌ বলেন, এবার যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছে তাদেরই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। গতকাল শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছয়টি কলেজের ছাত্রশিক্ষক এবং স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্রশিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক সমাবেশের উপাচার্য এ তথ্য জানান। এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি করা হত। খবর বিডিনিউজের।

সমাবেশে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিএকাডেমিয়া লিংক উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখার কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব করেন। ২০২৫ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘পরীক্ষাবর্ষ’ হিসেবে ঘোষণা দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষাগুলো আয়োজন করছে তাতে আগামী বৎসরের নভেম্বরডিসেম্বর নাগাদ সেশন জট প্রায় ৮০ ভাগ নিয়ন্ত্রণে চলে আসবে।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্র্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা ওঁৎ পেতে আছে : তারেক
পরবর্তী নিবন্ধপ্রিম্যাচিউর হিরো