বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা আগারগাঁওয়ে জামেয়ার ৫ জন শিক্ষার্থী জাতীয়ভাবে ৭টি পুরস্কার পেয়েছে। বিজয়ীরা হলো : ক গ্রপে আযান ও রচনায় প্রথম স্থান অর্জনকারী মুহাম্মদ আফনান আবরার, ইসলামী জ্ঞান প্রতিযোগিতা ৩য় স্থান অর্জনকারী মুহাম্মদ ফাহিম উদ্দীন শরীফ, খ গ্রুপে রচনা ও ইসলামী জ্ঞানে ২য় স্থান মুহাম্মদ ছাব্বিরুল ইসলাম শিহাব, রচনায় প্রথম স্থান নাফিস হাসনাত রাফি ও আযানে মুহাম্মদ রেজাউল মোস্তফা। ১ম, ২য় ও ৩য় স্থানকে রৌপ্য পদক দেয়া হয়। আর চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণপদক লাভ করে মুহাম্মদ আফনান আবরার। শিক্ষার্থী বিজয়ীদের স্বর্ণপদক, রৌপ্য পদক ও সনদ পত্র তুলে দেন বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। প্রত্যেক বছরের ন্যায় এবারও ৭টি পুরস্কার পেয়ে শ্রেষ্ঠত্ব শিক্ষা প্রতিষ্ঠান হয় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল আলীম রিজভী। প্রেস বিজ্ঞপ্তি।