জাতীয় নীতি নির্ধারণে স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা আবশ্যক

দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভায় অধ্যক্ষ ফরিদ উদ্দীন

| রবিবার , ১৫ জুন, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, মুসলিম অধ্যুষিত এদেশে বিশাল একটি অংশ জুড়ে রয়েছে সূফিবাদী জনগোষ্ঠী। এদেশে একটি শান্তির জনপদ বিনির্মাণে অলিআউলিয়া, পীরবুজর্গ, আলেমওলামাদের অবদান কোনোভাবেই বিস্মৃত হবার নয়। এদেশের সকল অর্জনের পরতে পরতে রয়েছে সূফিবাদীদের অনন্য ত্যাগী ভূমিকা। অথচ সর্বত্রই এরা উপেক্ষিত। সুতরাং জাতীয় নীতি নির্ধারণে সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা আবশ্যক বলে তিনি মন্তব্য করেন। দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী বলেছেন, দেশের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তীতে দেশব্যাপী সর্বাপেক্ষা অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সূফিবাদী জনগোষ্ঠী। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল শনিবার চেরাগী মোড়স্থ সালমা ভবন ২য় তলায় অনুষ্ঠিত জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মুহাম্মদ নুরুল আলম ফয়েজ নঈমী, মোরশেদ কাদেরী, ওবায়দুল হক তৈয়বী, নুরুজ্জামান আলকাদেরী, মাওলানা গাজী মোজাম্মেল হক, মাওলানা আবদুল মালেক আশরাফী, পীরজাদা মাওলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা মুসলিম উদ্দীন, মাওলানা কাজী জিয়াউর রহমান, মাওলানা আবদুস সাত্তার প্রমূখ। সভার এক প্রস্তাবে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে সংগঠনের কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত অটুট থাকবে, আশা হুম্মামের