জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন

সমাবেশে সিপিবি সভাপতি

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দেশের মানুষ দমবন্ধ অবস্থায় দিন যাপন করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গণঅভ্যুত্থানে ছাত্রজনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না।

সিপিবি সভাপতি বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে, বিরাজনীতিকরণের পায়তারা চলছে। সংস্কারের নামে নির্বাচন দিতে নানা তালবাহানা ষড়যন্ত্রের অংশ। ক্ষমতাকে চিরস্থায়ী করার দিকে এই সরকারের মনোযোগ জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। নির্বাচন ছাড়া, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই দম বন্ধ অবস্থায় অবসান ঘটবে না।

তিনি গত শুক্রবার নগরীর সিনেমা প্যালেস চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং জামাল উদ্দীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মণ্ডলীর সদস্য মছি উদ দৌলা, রেখা চৌধুরী, কোতোয়ালী থানার সম্পাদক দেবাশীষ দেবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিনিয়াস আঁকা ও লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধএকুশের বইমেলার সমাপনী দিনে কবিতা ও ছড়া পাঠের আসর