জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

| সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আশকোনা হাজী ক্যাম্প সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। খবর বাসসের।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬ ও ০২৪১০৫০৯১৭ এবং ফ্যাঙ নম্বর : ০২২২৩৩৮৩৩৯৭ ও ০২৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির পণ্য বিক্রয়ের কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র
পরবর্তী নিবন্ধআবদুল্লাহ আল নোমান ছিলেন চট্টগ্রামের নেতাদের নেতা