বাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়োজনে আগামী ১৬ মে হতে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়নশীপ ( পুরুষ ) । এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে চট্টগ্রামের চাঁন্দগাও স্পোর্টিং ক্লাব। এ উপলক্ষে চাঁন্দগাও স্পোর্টিং ক্লাবের এক সভা গত ১২ মে সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুল করিম সোহেলের পরিচালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় ক্লাব কাপের জন্যে মো: শোয়েব উল ইসলামে সম্পাদক এবং আল হাসান মনজুরকে কোচ মনোনীত করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ মুনির রনি, রবিউল হোসেন মুন্না, রিদোয়ানুল বারী, শহীদুল ইসলাম, নুর নবী খন্দকার, জনি দাশ, রফিকুল ইসলাম প্রমুখ।