চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, জাতির সক্ষমতা ও মর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু অর্জন একটি মাইলফলক। দেশের যুগান্তকারী অর্জন ও উন্নয়নের গর্বিত অংশীদার।
পদ্মা সেতু শুধু বাংলাদেশের একটি স্বপ্নের বাস্তবায়ন নয়, পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় মনোবল, সততা, সাহসিকতা ও দূরদর্শীতায় সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। গতকাল বিকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের উদ্যোগে আনন্দ ট্রাক র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর দারুল ফজল মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত র্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রোকন।
স্বাগত বক্তব্য রাখেন মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু। আরো বক্তব্য রাখেন মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, এসএম আহসানুল কবির চৌধুরী টিটু, আতিকুর রহমান তুহিন, রূপক চৌধুরী, দিদারুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।