শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় উপস্থিত ছিলেন সিনেট ও সিন্ডিকেট সদস্য, অনুষদের ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির নেতারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপাচার্যের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সেখানে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বিকেল ৩টায় নগরীর ফয়’স লেকস্থ বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি। সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও চবি শিক্ষক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. বেনু কুমার দে, ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ড. খায়রুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মহানগর যুব লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।
চুয়েট : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চুয়েট পরিবার। গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর প্রমুখ।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. শাহাদাত হোসাইন, চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, মো. কামাল উদ্দিন, নাজনীন আক্তার, অনিন্দ্য কুমার নাথ, সালাহউদ্দিন চৌধুরী প্রমুখ।
আইআইইউসি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে গতকাল সকালে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. নাজমুল হক নদভী এবং অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, মুহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহাম্মদ মামুনুর রশীদ।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি : শ্রদ্ধাবনতচিত্তে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। গতকাল সোমবার দুপুর ১২টায় ইডিইউ শহীদ মিনারে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের শিকার বাংলার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিবারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও রাশেদ আল করিমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন শাহ আহমেদ রিপন। বক্তব্য রাখেন প্রক্টর অনন্যা নন্দী ও ইসতিয়াক আজিজ জাহেদ।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বর্তমানে যে প্রজন্ম গড়ে উঠছে কিংবা যাদের হাত ধরে আগামী দিনের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে, তাদের চিন্তা, মননে দেশপ্রেম, আদর্শ আর মূল্যবোধ সৃষ্টির কোনো বিকল্প নেই। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ কখনই ভোলার নয়। সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, ড. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক মো. জাকির হোসেন প্রমুখ।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক প্রফেসর নীলুফার আকতারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর ও শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ রুকন উদ্দিন ছিদ্দিকী। মূখ্য আলোচক ছিলেন প্রফেসর সালমা রহমান, প্রফেসর কামাল উদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ নূরুল কাদের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম।
ওমরগণি এমইএস কলেজ : শহীদ বুদ্ধজীবী দিবস উপলক্ষে ওমরগণি এমইএস কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, অধ্যাপক তহমিনা আকতার, মো. আয়ুব, মো. নুরুল আমিন, সিমা শাহরিন, এ কিউ. এম ছায়ফুল্লাহ, উত্তম কুমার সরকার, রেজাউল করিম সিকাদর, জান্নাতুন নাঈম, মো. এরশাদ, আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী প্রমুখ।
জেলা শিল্পকলা একাডেমি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল সোমবার স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় মূখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ ও চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির। আলোচক ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বাগত বক্তব্য রাখেন মো. মোসলেম উদ্দিন। মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের।
মহানগর যুবলীগ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের দারুল ফজলস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও নগর যুবলীগের সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেতুর রহমান রুমেল, সরোয়ার মোর্শেদ কচি, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দীন, শহীদুল ইসলাম মুকবুল, বাবু রণজিৎ দে প্রমুখ।
নগর মহিলা শ্রমিকলীগ : চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মরণে গতকাল সকালে নগরীর পাহাড়তলীস্থ বধ্যভূমিতে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন রুবা আহসান চৌধুরী, শেলিনা খান, আনোয়ারা আলম, নাসিমা আকবর, মুক্তা জামান প্রমুখ।
আনোয়ারা উপজেলা প্রশাসন : আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোইবায়ের আহমেদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, সমবায় কর্মকর্তা নুরুল আবছার, আইসিটি কর্মকর্তা শাকিলা আক্তার ও জনস্বাস্থ্য কর্মকর্তা প্রিয়াংকা চাকমা।
রাউজান আওয়ামী লীগ : রাউজানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চলনায় বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, শাহা আলম চৌধুরী, আলমগীর আলী, জসিম উদ্দিন, জমির উদ্দিন পারভেজ, সৈয়দ আবদুল জব্বার সোহেল প্রমুখ।
মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল সকাল ১০টায় উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম মনজুর আলম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, বর্তমান উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান প্রমুখ।
জেলা আইনজীবী সমিতি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা গতকাল দুপুর ২টায় সমিতির ৩ নম্বর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সহসভাপতি আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন।
বক্তব্য রাখেন মো. মুজিবুল হক, মো. আবদুর রশীদ। উপস্থিত ছিলেন মঈনুল আলম চৌধুরী টিপু, মো. আলী আকবর সানজিক, মো. ইমরুল হক মেনন প্রমুখ।
চবি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ : শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌন মিছিল ও পুস্পস্তবক অর্পণ করেছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল ফয়সাল খান, সাধারণ সম্পাদক চৌধুরী সাজিদ মোস্তফা আশফি, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবলু চৌধুরী, সাজ্জাদ আনম পিনন, মাহির মো. মাহফুজ, কনক সাহা জয়, কামরুল আহসান ইসরাদি, আশরাফ খান শুভ প্রমুখ।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান : আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বিকেল ৫টায় প্রেস ক্লাব প্রাঙ্গনে আলোক প্রজ্বলনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। সংগঠনের মহানগরের সমন্বয়ক এম. এম ফরহাদ আলীর সঞ্চালনায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকতের সভাপতিত্বে উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, শামীমা হারুন লুবনা, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।
জেলা নির্মূল কমিটি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর পাহাড়তলীস্থ বধ্যভূমিতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। গতকাল সকাল ১০টায় সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর নেতৃত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপংকর চৌধুরী কাজল, হাবিব উল্ল্যাহ চৌধুরী ভাস্কর, আবদুল মান্নান শিমুল, নাজমুল আলম খান, ফারুক চৌধুরী, সুমন চৌধুরী, সুচিত্রা গুহ টুম্পা, রাজীব চৌধুরী প্রমুখ।
ছাত্রলীগ : বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বিকেলে ফয়েস’লেক বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছে মহানগর ছাত্রলীগের থানা, কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় আলোক প্রজ্জ্বলন কর্মসূচিও পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন মহানগর ছাত্রলীগ সদস্য ইফতেখার হোসেন শায়ান। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মো. বেলাল, তৌহিদুল ইসলাম, রবিউল হোসেন রবিন, কাজিম উদ্দীন, অনিক বড়ুয়া, নিঝুম, এম সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ডা. মুনতাসির কাদেরী প্রমুখ।