সারা দেশে ৮ মাস জাটকা ধরা নিষিদ্ধ। এখন চলছে সেই নিষিদ্ধ মৌসুম। এরপরও থেমে নেই জাটকা আহরণ। বাজারেও বিক্রি হয় সমানতালে। এ অবস্থায় চলমান জাটকা রক্ষা কার্যক্রম বেগবান করার উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। এর অংশ হিসেবে আজ শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৪।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ স্লোগানে ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত পর্যন্ত পালিত হবে এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ সময়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানের পাশাপাশি প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে মৎস্য অধিদপ্তর। এজন্য চট্টগ্রামে গঠন করা হয়েছে ৬টি টাস্কফোর্স। এছাড়া জেলেদের জাটকা আহরণ নিরুৎসাহিত করে চালানো হবে প্রচারণা। পাশাপাশি দেওয়া হবে ভিজিএফ চাল। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জাটকা বলতে বাচ্চা ইলিশকে বোঝানো হয়। এছাড়া ১০ ইঞ্চি বা এর নিচের সাইজের ইলিশকে বলা হয় জাটকা। এ মাপ ধরা হয় মুখ থেকে লেজ পর্যন্ত। ধারণা করা হয়, ১০ ইঞ্চি আকারের একটি ইলিশের বয়স ৮–৯ মাস। কিন্তু পূর্ণবয়স্ক ইলিশে পরিণত না হলে সে মাছ প্রজনন প্রক্রিয়া শুরু করে না। অর্থাৎ ডিম ছাড়া ও বাচ্চা ফোটানোর জন্য ইলিশের একটি নির্দিষ্ট বয়স লাগে। একটি ইলিশের পূর্ণবয়স্ক হওয়ার জন্য এক বছরের বেশি সময় লাগে। তাই জাটকা শিকার বন্ধে কঠোর অবস্থানে আছে মৎস্য অধিদপ্তর। ২০২৩ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা নিষিদ্ধ। এ সময়ে জাটকা আহরণ দণ্ডণীয় অপরাধ।
জানা গেছে, চট্টগ্রামে অভিযান পরিচালনায় গঠন করা হয়েছে ৬টি টাস্কফোর্স। এর মধ্যে সন্দ্বীপ, মীরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় একটি করে টাস্কফোর্স কাজ করবে। এছাড়া জেলা টাস্কফোর্স নগরে অভিযান চালাবে।
চট্টগ্রাম মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ভিজিএফ চাল পাবে ১০ হাজার ৫১৫ পরিবার। এর মধ্যে নগরের জেলে পরিবার আছে ১ হাজার ৬৬৫টি। এছাড়া সন্দ্বীপ উপজেলার ১ হাজার ২৫০ পরিবার, মীরসরাই উপজেলার ৮০০ পরিবার, সীতাকুণ্ড উপজেলার ২ হাজার ৬০০ পরিবার, আনোয়ারা উপজেলার ১ হাজার ৬০০ পরিবার ও বাঁশখালী উপজেলার ২ হাজার ৬০০ জেলে পরিবার রয়েছে।
মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বিষয়টি আজাদীকে নিশ্চিত করে বলেন, মূলত জাটকা নিষিদ্ধকালীন পুরো সময়জুড়ে প্রতি মাসের জন্য ৪০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হবে তালিকাভুক্ত জেলে পরিবারগুলোকে। জাটকা শিকার ও বেচাবিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে সারা দেশের ২০টি উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৪ উপলক্ষে কর্মসূচি পালনে বাছাই করে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জাতীয় টাস্কফোর্স কমিটি। এর মধ্যে সীতাকুণ্ড উপজেলাও রয়েছে। সেখানে আজ সকালে আলোচনা সভা ও র্যালি করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুন।