জাগ্রত মানসিকতার লোক কখনো খারাপ কাজ করতে পারে না

মুসলিম হাইস্কুলে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আজাদী সম্পাদক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:১১ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, বিতর্কের মত সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিকতাকে জাগ্রত করে তুলে। একজন জাগ্রত মানসিকতার লোক কখনো খারাপ কাজ করতে পারে না। তিনি বলেন, বিতর্কের ভিত্তি হলো যুক্তি। যুক্তি বাদ দিয়ে বিতর্ক কিছুতেই হতে পারে না। আর একটি যুক্তিশীল সমাজ ছাড়া দেশ ও জাতির উন্নয়ন কখনো সম্ভব নয়। আজকে তোমরা যারা বিতর্ক করতে এসেছো, তোমরা তোমাদের সৃজনশীলতা ও মননশীলতা দিয়ে একদিন বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবে।

গতকাল শনিবার চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জিএমএইচএস ডিবেটিং সোসাইটির আয়োজনে শুরু হওয়া জাতীয় বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারাদেশের ৩২টি দল নিয়ে শুরু হওয়া এই বিতর্ক উৎসবে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষিকা মমতাজ আকতার। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রকৌশলী তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আব্দুল আলিম (অ্যালেক্স আলিম), স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এবং স্কুলের প্রাক্তন বিতার্কিক সাইফুদ্দিন মুন্না।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আলেঙ আলিম বলেন, প্রাণিজগতের অন্য সকল প্রাণীর থেকে মানুষকে আলাদা করেছে তার চিন্তাশক্তি। যে মানুষের চিন্তাশক্তি যত বেশি শক্তিশালী তার মাধ্যমে সমাজের

উন্নয়ন, সমৃদ্ধি সবচেয়ে বেশি সম্ভব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির সভাপতি মারুফ আহসান ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতে হবে : কাদের
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা