জাগৃতির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর জাগৃতির ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ষপূর্তি স্মারক উন্মোচন, কেক কাটা ও আলেচনা সভা। বিকেলে হাটহাজারী পার্বতী বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন জাগৃতির সভাপতি ইফতেকার উদ্দীন মো. আলমগীর। প্রধান অতিথি ছিলেন গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কালাম বাসিক। উপস্থিত ছিলেন লোকমান চৌধুরী, কফিল উদ্দিন মুন্না, মোহাম্মদ ওসমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিজিবি-বিএসএফ সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু
পরবর্তী নিবন্ধঅদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে