জাখারোভোর বিবৃতি বাংলাদেশিদের অনুভূতিতে আঘাত করেছে : বিএনপি

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের নির্বাচন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সামপ্রতিক মন্তব্য এদেশের জনগণের আকাঙ্ক্ষা ও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে বিএনপি। এক বিবৃতিতে দলটি বলছে, জাখারোভার বক্তব্য গণতন্ত্রকামী বাংলাদেশিদের অনুভূতিতে আঘাত করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতির পরিপ্রেক্ষিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির এক বিবৃতিতে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়ার ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করা হয়েছে। খবর বিডিনিউজের।

গত ২২ নভেম্বর নিজ দেশে এক ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বিরোধী দলের এক নেতার সঙ্গে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন।

বিএনপির বিবৃতিতে বলা হয়, এটি (রুশ মুখপাত্রের বিবৃতি) গণতন্ত্রকামী বাংলাদেশিদের অনুভূতিকে আঘাত করেছে। মিস জাখারোভার বিবৃতি একটি স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও অবস্থানের সাথে সাংঘর্ষিক।

সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা নিয়ে বিরোধীদলের এক নেতার সঙ্গে পিটার হাসের বৈঠকের বিষয়ে বিবৃতিতে বলা হয়, বিএনপি এই ভ্রান্ত তথ্য তথা অপব্যাখ্যার সাথে ভিন্নমত পোষণ করে। বিএনপির সমাবেশ আয়োজনে কোনো বিদেশি কূটনীতিক সহায়তা করেছেনএমন অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত অভিযোগ ইতিপূর্বে উত্থাপিত হয়নি। এই ধরনের বাস্তবতাবিবর্জিত বক্তব্য বাংলাদেশের জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষার বিরোধী বলে প্রতীয়মান। কার্যত মিস জাখারোভার দৃষ্টিভঙ্গি গণতন্ত্রকামী জনগণের স্পৃহাকে অবমূল্যায়নের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট শাসনব্যবস্থাকেই সমর্থন করে।

পূর্ববর্তী নিবন্ধহেলে পড়েছে চারতলা ভবন
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচন নিয়ে ফের রাশিয়া-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি