দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। সমাজে কিছু মানুষ আসে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সততা নিয়ে মানুষের জন্য নিজকে উৎস্বর্গ করে, দেশের কল্যাণে নিজেদের গুণে সৃষ্ট কিছু স্মৃতি, কিছু শিক্ষা, কিছু অনুকরনের ইতিহাস রেখে যায়, যেগুলো বহন করে তার পরিবার, কর্মস্থান ও তাঁর গুণগ্রাহীরা গৌরবান্বিত হন।
বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহকর্মী জাকেরুল হক চৌধুরী আজীবন গণ–মানুষের রাজনীতি করেছেন। স্বাধীনতার সংগঠক হিসাবে তার অবদানের কথা স্মরণ করে তিনি জাকেরুল হক চৌধুরীকে মরনোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করার দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাকেরুল হক চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সহ–সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুজিবুল হক, মোসলেহ উদ্দিন মনসুর, নুরুল আবছার চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, মো. ফারুক, আবুল কালাম আজাদ, আবু সৈয়দ, নঈমুল হক পারভেজ, নুরুল আমিন চৌধুরী, সুরেশ দাশ, মোহাম্মদ হাসান, মাহমুদুল হক বাবুল, আবদুল্লাহ আল নোমান বেগ, ডা. আর কে রুবেল, আলমগীর, মো. জমির উদ্দিন, অধ্যাপক আবু নঈম, আবদুল হান্নান লিটন, মফিজুর রহমান বাহাদুর, সাজ্জাদ হোসেন প্রমুখ।
শেষে মরহুম জাকেরুল হক চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।