জাইকার প্রতি চকরিয়া সমিতি চট্টগ্রামের কৃতজ্ঞতা

মাতামুহুরী ড্রেজিংয়ে আগ্রহ প্রকাশ

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

দেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) নিজেদের খরচে কক্সবাজার জেলার চকরিয়ার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদী শাসনের প্রস্তাব দিয়েছে। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় এক সময়ের প্রমত্তা মাতামুহুরী এখন উভয়প্রান্তের মানুষের জন্য ‘দুঃখ’ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় নদী শাসন করা হলে চকরিয়ার কৃষিতে যেমন বিপ্লব ঘটবে তেমনি দুই পাড়ের অনেক ভিটাবাড়ি ভাঙন থেকে রক্ষা পাবে। চকরিয়ার এমন গুরুত্বপূর্ণ একটি কাজে এগিয়ে আসায় জাইকাকে অভিনন্দন জানিয়েছে চকরিয়া সমিতি, চট্টগ্রাম এর নেতৃবৃন্দ।

সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সভাপতি ড. মোহাম্মদ সানাউল্লাহ ও সাধারণ সম্পাদক হামিদ হোছাইন এক বিবৃতিতে জাইকাকে অভিনন্দন জানিয়ে বলেন, মাতামুহুরী শাসনের মতো জরুরি একটি কাজে এগিয়ে আসায় দেশের উন্নয়ন সহযোগী জাইকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দ্রুত এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে চকরিয়ার মানুষের উপকার সাধনের আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৎসঙ্গ আশ্রমে অনুকূলচন্দ্রের স্মরণ মহোৎসব কাল শুরু
পরবর্তী নিবন্ধকুসুম বড়ুয়া