অধুনালুপ্ত রাঙামাটিয়া ইউপির চেয়ারম্যান শহীদ আবু জাফর চৌধুরী আলমগীর এবং পরবর্তী চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর পিতা জহুরুল হক চৌধুরী গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। একইদিন রাত ১১টায় ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ৭ ছেলে এবং ২ কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।