রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যা, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বেলা ১২টার দিকে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
জহির আহমেদ চৌধুরী একাধিকবার পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন।
তিনি পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়া পৃষ্ঠপোষকতা করেছেন আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।