চট্টগ্রাম শহরের প্রধানতম সমস্যা জলাবদ্ধতা। এ জলাবদ্ধতা বর্ষাকালে জীবন-মরণ সমস্যা হিসাবে দেখা দেয়। গত কয়েকদিনের টানা বর্ষণে শহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মানুষের চলাচল থমকে যায়। বছরের পর বছর জলাবদ্ধতার এ সমস্যা থাকলেও এ থেকে মুক্তি মিলছে না। জনপ্রতিনিধিরা আসে যায়। আশ্বাসও মেলে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা মেলে না। প্রকল্প গ্রহণ করা হয়। বরাদ্দ হয় কোটি কোটি টাকা। কিন্তু বৃষ্টি কিংবা বর্ষায় মানুষকে ঠিকই দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার এ সমস্যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নাই।
গতকাল শনিবার বিকাল ৫টায় সিনেমা প্যালেস চত্ত্বরে সিপিবি কোতোয়ালী থানার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের কোতোয়ালী থানা সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়া, ফরিদুল ইসলাম, রেখা চৌধুরী, সিতারা শামিম, দেবাশীষ সেন, অমিতাভ সেন, জাবেদ চৌধুরী, রাশিদুল সামির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।