পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে গত শনিবার পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, পটিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, সহকারি প্রকৌশলী ধীমান কৃষ্ণ চৌধুরী, পৌরসভার সহকারি প্রকৌশলী মিজানুর রহমান খন্দাকার, শাহজাহান, এএফ আল মামুন, খোরশেদুল আলম পেয়ারু, নুরুল ইসলাম ও গোলাম কাদের।
এ সময় পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল বলেন, জলবায়ু পরিবর্তনে দেশ এখন হুমকির সম্মুখীন। তাই পটিয়া পৌরসভাকে আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মরা খালগুলো পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খননের উদ্যোগ নেয়া হয়েছে। খালগুলোর মধ্যে পৌরসভা ৯, ৩ ও ২নং ওয়ার্ড দিয়ে প্রবাহিত শ্রীমাই মরা খাল এবং ৭, ৮, ৫ ও ৪নং ওয়ার্ড দিয়ে প্রবাহিত চাঁনখালী খালের সাথে সংযুক্ত টুট্টেখালী খাল। এ খাল সংস্কার করা হলে আসন্ন বর্ষা মৌসুমে পৌরসদরের বিভিন্ন ওয়ার্ডের পানি দ্রুত নিষ্কাশন হবে। ফলে জনগণ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।