জলাবদ্ধতা নিরসনে ওয়াসা ও সিটি কর্পোরেশনের কাজের সমন্বয় করা হোক

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি উঠে যায়। সাধারণ জনগণের দুর্ভোগের কমতি থাকে না। নিজ নিজ কর্মস্থলে যেতে পোহাতে হয় অনেক কষ্ট। নিজের ও পরিবারের জন্য যাঁরা দিনে এনে দিনে খায় তাদের অবস্থা করুণ। লক্ষণীয় হলো, বৃষ্টির সময় সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ একধাপ বেড়ে যায়। একদিকে বৃষ্টি অন্যদিকে উন্নয়নের নামে কাটা রাস্তার ভাঙা অংশ। দু’দিকেই ক্ষতি হয় জনগণের। আবার সিটি কর্পোরেশন নতুনভাবে রাস্তা ঠিক করে গেলে ওয়াসা এসে কেটে যায় পাইপ লাগানোর দোহাই দিয়ে। যে কাজ একবার করা দরকার সেই কাজ দুইবার করতে হয়। মাঝখানে সাধারণ জনগণের স্বাভাবিক জীবনে, চলাচলে ব্যাঘাত ঘটে। ওয়াসা ও সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ যেহেতু জনকল্যাণের জন্যই, তাই জনগণের কথা চিন্তা করে সুন্দর পরিকল্পনা করা দরকার। তাঁদের উচিত বর্ষা মৌসুমে কাজ না করে সঠিক সময়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজগুলো সম্পন্ন করা। এতে রাস্তা টিকবে বহু বছর সাথে জনজীবন কম বিপর্যস্ত হবে। তাই ওয়াসা ও সিটি কর্পোরেশনের উচিত সাধারণ মানুষের কথা মাথায় রেখে সঠিক পরিকল্পনার মাধ্যমে রাস্তা ঠিক করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা।

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম

হালিশহর, মুনিরনগর, মুন্সিপাড়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅতুলপ্রসাদ সেন : কবি ও গীতিকার
পরবর্তী নিবন্ধসম্পর্কের বিচ্ছেদ কখনোই কাম্য নয়