জলাবদ্ধতা নিরসন বিষয়ে মতবিনিময় সভা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

চার ঘণ্টা ধরে চার ইঞ্চি পানি জমলেই সেটি জলাবদ্ধতা হিসেবে ধরা হবে। সে হিসেবে চট্টগ্রামে এখনো প্রকৃত জলাবদ্ধতা হয়নি’এমন মন্তব্য করেছেন সরকারের বিশেষ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গতকাল শনিবার বিকেলে পতেঙ্গার পদ্মা মেইন ইন্সটলেশন হলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সভায় উপদেষ্টা জুবিলি রোড এলাকায় ড্রেন নির্মাণকাজ ও পাহাড়ি বালিতে ড্রেন ভরাট সমস্যার সমাধানে পরিবেশ উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সেতু, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য তাঁকে বিশেষভাবে নিয়োজিত করেছে সরকার। সভায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সেনাবাহিনী, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, শিক্ষাবিদ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপদেষ্টা বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। বর্ষায় অ্যাপ্রোচ রোডের ক্ষয়ক্ষতি পর্যালোচনা শেষে আগামী বর্ষার প্রস্তুতির অংশ হিসেবে নতুন হাই ওয়াটার ঘাট, যাত্রী ছাউনি, টিকিটঘর ও ডিপ টিউবওয়েল স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধএদেশ সবার, আপনারা নিশ্চিন্তে থাকুন : সেনাপ্রধান