জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুব সমাজকে ভূমিকা রাখার আহ্বান

চট্টগ্রামে ক্লাইমেট স্ট্রাইক-২০২৫

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

এক্টিভিস্টা চট্টগ্রামের উদ্যোগে, ব্রাইট বাংলাদেশ ফোরামের বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উদযাপিত হল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এই গুরুত্বপূর্ণ জলবায়ু ন্যায়বিচার আন্দোলনে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, এলআরপি৪৮ এর প্রোগ্রাম ম্যানেজার রিদোয়ানুল হাকিম রিয়াদ, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা এবং চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনের এবং স্পন্সরশিপ শিশুসহ প্রায় ১০০ জন সদস্য।

অনুষ্ঠানটি শুরু হয় একটি প্রতীকী র‌্যালির মাধ্যমে, যা জামালখানের খাস্তগীর স্কুল থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন পরিবেশবান্ধব স্লোগান দিয়ে জলবায়ু ন্যায়বিচারের আহ্বান জানান। প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু সংকট আজ একটি বৈশ্বিক বৈষম্য। যারা সবচেয়ে কম দায়ী, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান এবং যুব সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এলআরপি৪৮ এর প্রোগ্রাম ম্যানেজার রিদোয়ানুল হাকিম রিয়াদ বলেন, জলবায়ু পরিবর্তন দরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকটে যুবকদের জ্ঞান ও নেতৃত্বই পারে টেকসই পরিবর্তন আনতে। ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, এটি আমাদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতারও অংশ।

আমরা বিশ্বাস করি, যুব সমাজই পারে এই সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখতে। অনুষ্ঠান শেষে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও বিভিন্ন সচেতনতামূলক স্লোগানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধনির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি গিয়াস কাদের চৌধুরীর