বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ও গরু পুড়ে গেছে। এ সময় বাড়ির সকল মালামালসহ ১৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মাধব বড়ুয়ার পরিবার সুত্রে জানা গেছে। মঙ্গলবার রাতে সংঘটিত অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাধব বড়ুয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে মুহুর্তের মধ্যে সব মালামাল পুঁড়ে যায়, বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসায় পার্শ্ববর্তী বাড়ি ঘরে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
ক্ষতিগ্রস্ত মাধব বড়ুয়া জানান, কোথায় থেকে আগুনের সুত্রপাত নিশ্চিত না হলেও গোয়াল ঘর থেকে হতে পারে ধারনা করা হচ্ছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে পৌরমেয়র এসএম তোফাইল বিন হোছাইন ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।