মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে সংসদ অধিবেশন চলাকালীন বাদানুবাদের এক পর্যায়ে সংসদ সদস্যেদের (এমপি) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর সংসদ অধিবেশন মূলতবি করা হয়। খবর বাংলানিউজের।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্পিকার এক সদস্যকে সংসদ ত্যাগ করতে বললে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এমপিদের মৌখিক বিবাদ হাতাহাতিতে গড়ায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেই হাতাহাতির ফুটেজ সমপ্রচার করা হয়েছে। এতে দেখা যায়, বেশ কয়েকজন এমপি হাতাহাতি করছেন। এ সময় এক সদস্য মেঝেতে পড়ে যান এবং অন্যরা চিৎকার করতে থাকেন। কয়েক মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি চলে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
দেশটির সংবিধান সংশোধন প্রস্তাবনার ওপর বিতর্কের সময় করা অযৌক্তিক মন্তব্যের জন্য এক সদস্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে এই হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও সংসদ সদস্য খলিল আতিয়েহ বলেন, এ ধরনের আচরণ আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এটি দেশের সুনামের জন্য ক্ষতিকর।