জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছে। স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার খবরে বলা হয়, আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে পুলিশের একটি টহল দলের ওপর এক বন্দুকধারী প্রথমে গুলি চালায়। খবর বিডিনিউজের।
এরপর পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জর্ডান সরকারের যোগাযোগমন্ত্রী মোহাম্মদ মোমানি গুলির ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশানা করে চালানো সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। গুলির ঘটনার পরই কড়া নিরাপত্তাধীন ইসরায়েলি দূতাবাসের কাছের ঘটনাস্থল পুলিশ ঘিরে ফেলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর রাবিয়াহ এলাকায় আরও পুলিশ এবং অ্যাম্বুলেস এসেছে।
জর্ডানে ইসরায়েল–বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল হয়ে উঠেছে রাবিয়াহ এলাকা। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জর্ডানে ইসরায়েল–বিরোধী মনোভাব তুঙ্গে থাকার মধ্যে এ অঞ্চলজুড়ে কয়েকটি বড় ধরনের বিক্ষোভ হয়েছে। যদিও সেগুলো ছিল শান্তিপূর্ণ।