বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল জর্ডানের উদ্দেশে দেশ ছেড়েছে। সোমবার সকালে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শামসুন্নাহার–আফঈদা খন্দকাররা। জর্ডানের আয়োজনে সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। এই সিরিজে স্বাগতিক জর্ডানের সঙ্গে অন্য দলটি হলো ইন্দোনেশিয়া। আগামী ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। দু’দলই বাংলাদেশের চেয়ে কাগজ–কলমের শক্তিতে এগিয়ে। আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজ খেলছে বাংলাদেশ। এশিয়ান কাপে কোয়ালিফারে বাংলাদেশকে খেলতে হবে মায়ানমার, বাহরাইন ও তুর্কিমেনিস্তানের বিপক্ষে। গত রোববার ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই স্কোয়াডে রাখা হয়নি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৫ ফুটবলার– সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়াকে।