বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে। জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তৃণমূল পর্যায়ে মানুষের কষ্ট লাঘবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে।
গত ২৯ এপ্রিল কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম।
শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শহীদুল আলম বাহাদুর, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, অ্যাড. সলিমুল্লাহ বাহাদুর, অ্যাড. নাজেম উদ্দিন, সাবেক জেলা শিবির সভাপতি অ্যাড. দেলোয়ার হোসাইন, শফিউল আলম খন্দকার, কামরুল হাসান, বর্তমান জেলা শিবির সভাপতি আবদুর রহিম নুরী, গোলাম কবির, সৈয়দুল হক সিকদার, অধ্যাপক নুরুল আজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।