‘জরুরি অবস্থা’ ঘোষণা করে ঢাকায় ফিরল এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট

| বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পর ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে আবার ঢাকায় ফিরেছে। গতকাল মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্লাইটটি। খবর বিডিনিউজের।

ঘণ্টাখানেক পর ১৪৫ যাত্রী ও সাত ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে বিমানবন্দরে নেমেছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার এবিওয়াই ৫১৫ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি ফিরে আসে। এটি এখন বিমানবন্দরের ‘বে’ তে পার্ক করা আছে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের তদন্ত কেন নয়
পরবর্তী নিবন্ধএইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চলবে