রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এই তো তোমার প্রেম’ গানটি শ্রোতাদের সামনে এসেছে ফারহিন খান জয়িতার কণ্ঠে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার গানটি জয়িতার ফেইসবুক পেইজে প্রচার হয়েছে। অভিনেতা খালেদ খান ও সংগীতশিল্পী মিতা হক তনয়া জয়িতা বলেছেন, গানটির সংগীতায়োজন ও সাউন্ড প্রোডাকশন করেছেন লাবিক কামাল গৌরব। গানে গিটার এবং কো–প্রোডাকশনে যুক্ত ছিলেন আহনাফ খান আনিক। এছাড়া এসরাজে ছিলেন আশিকুল আবির এবং তবলার তালে সঙ্গ দিয়েছেন রফিউল হক অন্তর। গানটির রেকর্ডিং ও প্রোডাকশন হয়েছে স্টুডিও এলকেজিতে। খবর বিডিনিউজের।
গানটির ভিডিও চিত্রে জয়িতার সঙ্গে দেখা মিলেছে গৌড়ীয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসকে। গানের ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন সাকি ব্যানার্জি আর এশা ইউসুফ ছিলেন দৃশ্য ধারণে।
গানটি নিয়ে জয়িতা বলেন, প্রায় দুই বছর পরে রবীন্দ্রনাথের গান করেছি। গানটি যে খুব পূর্ব পরিকল্পনা ছিল তেমন নয়। হুট করেই গানটি করা। লাবিক কামাল গৌরবের সঙ্গে মাত্র এক দিনের সিদ্ধান্তে, আমার বন্ধু সাকী ব্যানার্জি গানটির ভিডিও চিত্র করে দিয়েছে। দুই ঘণ্টার মধ্যে ভিডিওটি তৈরি হলো। গানে প্রিয়াঙ্কার নৃত্য গানটি আরও সুন্দর করে দিয়েছে। সব মিলিয়ে গানের অভিজ্ঞতা বেশ ভালো।
‘এই তো তোমার প্রেম’ গানটিকে বছাই করার কারণ জানিয়ে এই শিল্পী বলেন, রবীন্দ্রনাথের গীতিকবিতার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ মনে হলো গানটি গাওয়া যায় কিনা। মিউজিশিয়ানদেরও গানটি পছন্দ হলো। গানটি প্রচারের পর বেশ সাড়া বলে জানিয়েছেন জয়িতা। তিনি বলেন, মানুষ খুবই পছন্দ করেছে। আমি তো এত বেশি প্রত্যাশা রেখে গানটি করিনি। তবে সবার ভালো লাগছে।