এবারের চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে বেশ সম্ভাবনাময় দল গঠন করেও শিরোপা লড়াই থেকে ছিটকে যেতে হয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল দলকে। তিনটি ম্যাচে হার তাদেরকে পিছিয়ে দেয় শিরোপা লড়াই থেকে। তবে শেষ ম্যাচটি তারা জয় দিয়েই শেষ করেছে। ১১ ম্যাচে তারা ২৪ পয়েন্ট অর্জন করে। গতকাল শনিবার লিগে নিজেদের শেষ খেলায় মুক্তিযোদ্ধা ৩ উইকেটে পরাজিত করে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এ জয়ে লিগে তাদের তৃতীয় স্থান অটুট থাকবে কিনা তা নির্ভর করবে পাইরেটস অব চিটাগাং এবং ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের খেলার উপর। পাইরেট্স জয় পেলে হিসেব অন্যরকম হবে। অন্যদিকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের খুব নাজুক অবস্থা এবারের লিগে। তারা ১১ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট অর্জন করেছে। রেলিগেশনের আশংকায় থাকা এ দলটিকে এখন তাকিয়ে থাকতে হবে সিটি কর্পোরেশন একাদশ এবং রাইজিং স্টার ক্লাবের ম্যাচটির দিকে। এ ম্যাচে সিটি কর্পোরেশন একাদশ হেরে গেলে অবনমন থেকে রক্ষা পাবে মোহামেডান। কারণ মোহামেডানের ৪ পয়েন্টের বিপরীতে সিটি কর্পোরেশন একাদশের পয়েন্ট থাকবে তখন ৩। সর্বনিম্ন পয়েন্টধারী দল হিসেবে ১ম বিভাগে নেমে যেতে হবে সিটি কর্পোরেশন একাদশকেই। সিটি কর্পোরেশন ঐ ম্যাচে জিতলে উল্টো মোহামেডানকেই রেলিগেটেড হয়ে যেতে হবে। তখন ৬ পয়েন্ট নিয়ে রক্ষা পাবে অফিস দল সিটি কর্পোরেশন একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামে গতকালের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল মোহামেডান। তারা নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে। শুরুতেই মাত্র ৬ রানে দুটি উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর ওপেনার সাকলাইন সজীব এবং মিডল অর্ডার দৃঢ়তা দেখালে দলের রান সংখ্যা দুশত পার হয়ে যায়। দলের সর্বোচ্চ রান আসে শেখ আরমান উল্লাহর ব্যাট থেকে। ৭১ বল খেলে ৬২ রান করেন তিনি ৮টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অন্যদের মধ্যে ওপেনার সাকলাইন সজীব ২৬,ইশতিয়াক হোসেন ২৮, তানভীর সাদাত কিং ২৭ এবং শাহাদাত হোসেন ২০ রান করেন। শেষের দিকে ইশতিয়াক বিন ইদ্রিস ১৪ বলে দ্রুত ২৪ রান তুলে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। মুক্তিযোদ্ধার পক্ষে ইনজামাম উল হক ৪৪ রানে ৪টি উইকেট দখল করেন। মোরসালিন মুরাদ ২৩ রান দিয়ে পান ৩টি উইকেট। ১টি উইকেট নেন রতন দাশ। জবাব দিতে নেমে মুক্তিযোদ্ধাকে ৭টি উইকেট খোঁয়াতে হয়। অবশ্য ৪৫.৪ ওভার খেলে তারা লক্ষ্যে পৌঁছে যায়। ২১৬ রান তোলে তারা। ওপেনার সাফায়েত ইফতি দলের জয়ে ভিত্তি তৈরি করে অনেকক্ষণ টিকে থাকলেও শেষ পর্যন্ত ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৪ বল খেলে ৯৯ রানে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি। ১০টি চার এবং ২টি ছক্কা ছিল তার ইনিংসে। অন্যদের মধ্যে ওপেনার আল আমিন হোসেন ২০,এস এম ইরফান ১৮, মোহাইমিনুল সৌরভ ২০, অধিনায়ক সাজ্জাদুল হক রিপন ২১ রান করেন। শাহিদুল ইসলাম ১২ এবং ইনজামাম উল হক ৪ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। মোহামেডানের পক্ষে ইফরান হোসেন এবং মো. জসিম ৩টি করে উইকেট নেন। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে ব্রাদার্স ইউনিয়ন বনাম ফ্রেন্ডস ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে খেলাটি সকাল ৯টায় শুরু হবে।