জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে সেনাবাহিনীর ৫ সদস্য নিহত

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

ভারতের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও চার সৈন্য নিহত হয়েছেন। গতকাল সোমবার পুঞ্চ জেলার ডেরা কি গলি এলাকায় ঘটনাটি ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দের আনন্দ জানিয়েছেন, গোলাগুলি এখনও চলছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধটিকা না নেওয়ায় মাঠে ঢুকতে পারলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধএডেনের গভর্নরকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা, নিহত ৬