জমে উঠেছে পিটুপি বিল্ড এক্সপো

বেড়েছে ক্রেতা-দর্শনার্থী

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

জমে উঠেছে পিটুপি বিল্ড এক্সপো-২০২০। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এই এক্সপোতে গতকাল শুক্রবার দিনভর ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখের পড়ার মতো। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চারদিনব্যাপী এই এক্সপোতে নির্মাণ ও আবাসন শিল্পের পণ্য, প্রকৌশল ও আর্কিটেকচারাল সেবাসহ রয়েছে ঘর সাজানোর সব আয়োজন। আয়োজক প্রতিষ্ঠান পিটুপি এক্সপোতে বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ফার্নিচারের প্রদর্শনী চলছে। রয়েছে এক্সক্লুসিভ অফার ও ছাড় দিয়েছে। এছাড়া একটি একটি বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ নির্মাণ, পুরাতন বিল্ডিং সংস্কার কিংবা পুনঃনির্মাণ এবং নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের কনসালটেন্সি, দক্ষ অভিজ্ঞ প্রকৌশলীদের মতামত ও পরামর্শ গ্রহণ করতে পারছেন আগ্রহী ক্রেতা ও দর্শনার্থীরা।
শুক্রবার বিকেলে এক্সপোতে আসা খুলশী আবাসিক এলাকা বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইশরাত হাসান চৌধুরী বলেন, বিল্ড এক্সপোতে এসে তিনি অভিভূত। বিশেষ করে পিটুপি ফার্নিচারের এক্সক্লুসিভ ডিজাইনের ফার্নিচারগুলো খুবই আকর্ষণীয় যা আমার দৃষ্টি কেড়েছে। ইশরাত হাসান জানান, ফার্নিচারে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাচ্ছে। এই সুবিধা নিয়ে বেশ কয়েক ধরনের ফার্নিচার অর্ডার করেছেন। এছাড়া ঘর সাজানোর নানা সামগ্রীও তিনি এই এক্সপো থেকে কিনেছেন বলে জানান। নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আসা ব্যবসায়ী শাহরিয়ার সিদ্দিকী জানান, নিজের জায়গায় একটি বাড়ি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার
জন্য পরামর্শ নিতে বিল্ড এক্সপোতে এসেছেন। এক্সপোতে পিটুপি’র প্রকৌশলী ও আর্কিটেকচারাল টিমের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ সেবা পেয়েছেন। এছাড়া বিল্ড এক্সপোতে একটি বিল্ডিং নির্মাণের ডিজাইন থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ শেষে সব ধরনের সেবা মিলছে, চট্টগ্রামে এটা বড় একটা প্রাপ্তি। এখান থেকে পরামর্শ ও সেবা নিয়ে নিজের বিল্ডিং নির্মাণ শুরু করতে চান এই ব্যবসায়ী।
বিল্ড এক্সপো’র আয়োজক পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী জানান, চারদিনব্যাপী বিল্ড এক্সপো’র শুরুর পর দিনই ক্রেতা, গ্রাহক ও দর্শনার্থীদের ব্যাপক সাড়ায় আমরা অভিভূত। শুক্রবার সকাল থেকেই শত শত দর্শনার্থী ভিড় করছেন এই এক্সপোতে। এক্সপো থেকে ক্রেতারা ছাড়কৃত দামে বিল্ডিং ম্যাটেরিয়ালস, স্যানিটারি আইটেম, হোম ফার্নিচার, হোম ডেকর, কার্টেন, লাইটিংসহ লাইফ স্টাইলের বিভিন্ন সামগ্রী কিনে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়া পিটুপি’র সহযোগী আবাসন কোম্পানি উইকন প্রপার্টিজ তাদের ১২টি অত্যাধুনিক বিলাসবহুল প্রজেক্ট উপস্থাপন করেছে। এখান থেকে ফ্ল্যাট কিনলেই একটি নতুন গাড়ি ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছে উইকন। প্রবেশ ফি ছাড়াই আগামী ২০ নভেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বিল্ড এক্সপো।
এক্সপোতে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত, ক্রাউন সিমেন্ট, ক্রাউন রেডিমিক্স কনক্রিট, প্রিমিয়ার সিমেন্ট, পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন, পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টার, পিটুপি-৩৬০, স্ট্রাইপ, এলিট পেইন্ট, রিম্যাক, পিটুপি ফার্নিচারসহ বিল্ডিং নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদনকারী ৩০টিরও বেশি প্রতিষ্ঠান। কো-স্পন্সর হিসেবে এক্সপোতে অংশ নিয়েছে সুজান, ক্যাসারিকা ফার্নিশিং, ওপেল ইটালি, আর এম মেটাল, ইনোভেটিভ ডেকর এবং বারকোড রেস্টুরেন্ট গ্রুপ।

পূর্ববর্তী নিবন্ধমারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক
পরবর্তী নিবন্ধটিকিটের দামেও রেকর্ড কাতার বিশ্বকাপ