কৃষিজমির টপসয়েল কাটায় সাতকানিয়া, লোহাগাড়া ও হাটহাজারীতে পাঁচ ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
সাতকানিয়া প্রতিনিধি জানান, আবাদি জমির টপসয়েল কাটায় এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অপরাধে ৭ জনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ছদাহা ও সাতকানিয়া সদর ইউনিয়নে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। জানা যায়, সাতকানিয়া সদর ইউনিয়ন ও ছদাহা এলাকায় অভিযানে এক্সকেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে বিক্রির সময় হাতেনাতে আটক করে মো. শাহজাহানকে ৫০ হাজার টাকা ও মো. সিফাতকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অপরাধে মো. জিয়াউল হোসাইন, মো. এনামুল হক, মো. আসিফ, মো. শাহজাহান ও মো. আবিদকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলার বড়হাতিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় আবুল কাশেম (৪৭) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ইউনিয়নের ফল্লানি বিল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
এদিকে হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মসিউজ্জামান জানান, অভিযানে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে কামাল মিয়া এবং আলমকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।