জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানার খলিফাপট্টিতে নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ ভবন মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়ির আঙ্গিনা ও ছাদবাগান পরিদর্শন করা হয়। মশার কীটনাশক স্প্রে করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

একইদিন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পাহাড়তলী থানা এলাকায়ও অভিযান চালানো হয়। এসময় ফুটপাতে দোকানের শেড নির্মাণ করে মালামাল রেখে জনসাধারণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ১২ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৪৩৮৮ শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে জরায়ুমুখ ক্যান্সারের টিকা
পরবর্তী নিবন্ধমুশফিকের দিকেই চোখ