জব্বারের বলি খেলা নিয়ে নতুন গান

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:৪১ পূর্বাহ্ণ

আবদুল জব্বারের বলি খেলা এখন বিশ্বের অন্যতম প্রাচীনতম ঐতিহ্য। এবারে ১১৪ তম আসরটি বসতে যাচ্ছে এই বলি খেলার। ঐতিহ্যবাহী এই বলি খেলাকে ঘিরে প্রান চঞ্চল হয়ে উঠে পুরো চট্টগ্রাম। ঐতিহ্যবাহী এই জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে এবার রচনা করা হয়েছে একটি বিশেষ গান।

“জব্বার মিয়ার বলি খেলা” শিরোনামে এই গান রচনা করেছেন কবি আসিফ নুর। সুরও করেছেন তিনি। আর গানটিতে কন্ঠ দিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী আলাউদ্দিন তাহের। জব্বারের বলি খেলার কেন্দ্র লালদীঘি মাঠেই গানটির ভিডিও ধারন করা হয়েছে। গানটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে জব্বারের বলি খেলার বিভিন্ন চিত্র। গতকাল বিকেলে লালদিঘী পাড়স্থ আবদুল জব্বার স্মৃতি বলি খেলা আয়োজক কমিটির কার্যালয়ে গানটির মোড়ক উম্মোচন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই মোড়ক উম্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন বলী খেলা আয়োজক কমিটির সভাপতি জহর লাল হাজারী, সহ সভাপতি, চৌধুরী ফরিদ, সাধারন সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আলকরন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, গানটির গিতীকার আসিফ নুর, শিল্পী আলাউদ্দিন তাহের সহ সংগীত শিল্পী শারমিন রহমান, সামিনা সাফা চৌধুরী, কথা চৌধুরী, জুলি সহ অনেকেই। মোড়ক উম্মোচনের পর প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ গানটি শোনেন এবং দেখেন। তিনি গানটির প্রশংসা করেন। একই সাথে আগামীতে জব্বারের বলি খেলা নিয়ে আরো সৃজনশীল কাজ করার আহবান জানান সবাইকে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে ২৬ এপ্রিল
পরবর্তী নিবন্ধ৭৮ কোটি ডলারে মানহানি মামলায় আপস রফা ফক্স নিউজের