জন্মের পর প্রথম ৬ মাস শিশুকে অবশ্যই বুকের দুধ দিতে হবে

সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালায় বক্তারা

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

জন্মগ্রহণের পরে পরিপূর্ণ সুস্থ সবল শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। জন্মের সাথে সাথে মায়ের শাল দুধই শিশুর প্রথম টিকা ও খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন সংক্রমন থেকে শিশুকে দ্রুত রক্ষা করে। শিশুকে সম্পূর্ণ সুস্থ রাখতে হলে জন্মের প্রথম ৬ মাস অবশ্যই বুকের দুধ দিতে হবে। এর পর দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি ঘরে তৈরী শিশুর উপযোগী তরল সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। তাহলে শারীরিক-মানসিক বিকাশ সাধনসহ শিশুটি বুদ্ধিমান হবে। কিন্তু মায়ের দুধের বিকল্প হিসেবে যে সব গুড়ো দুধ বাজারে বিক্রি হয় সেগুলো শিশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বুকের দুধের পরির্বতে এগুলো খাওয়ালে শিশুরা অপুষ্টিতে ভোগে ও বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত হয়।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। প্রধান অতিথি ছিলেন মহাখালীস্থ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ।
মাল্টিমিডিয়ার মাধ্যমের জাতীয় পুষ্টিখাতের অর্জন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডা. তাহেরুল ইসলাম ও মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ শোয়াইব। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, ডা. মাহমুদা আক্তার, ডা. আহমেদ তানজিমুল ইসলাম, ডা. নাবীল চৌধুরী, ডা. জিল্লুর রহমান, ডা. আবদুল মজিদ ওসমানী, ডা. মোহাম্মদ হানিফ, ডা. শাহীন হোসাইন চৌধুরী, ডা.এএসএম ইমতিয়াজ হোসাইন, ডা. মো. নুর উদ্দিন, ডা. মো. শাফিউর রহমান মজুমদার, মো. নুর আলম দ্বীন, আবু জাহিদ মো. শরফুদ্দিন, ডা. মোহাম্মদ মিজানুর রহমান, সব্যসাচী নাথ, ডা. ওয়াজেদ চৌধুরী অভি, ডা. মোহাম্মদ নুরুল হায়দার, ডা. এফ এম জাহিদ, রনজিত কুমার শীল, এডভোকেট সেলিম চৌধুরী, ডা. রুমি দাশ, ডা. রুমানা রশিদ, ডা. ফারিয়া সিলভী, ডা. নারগীস আক্তার সিদ্দিকী, ডা. ফাহিমা আফরিন প্রমুখ। কর্মশালায় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক-নার্সগণ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেডিসনে ২ দিনব্যাপী মেকআপ শেকআপ গ্র্যান্ড এক্সপো আজ শুরু
পরবর্তী নিবন্ধশিক্ষাবৃত্তি প্রদানে নিরোধ ও শান্তা ফাউন্ডেশনের চুক্তি