জন্মাষ্টমীর বর্ণিল শোভাযাত্রা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তদের ঢল নেমেছিল সকাল থেকে। শিশুকিশোর থেকে শুরু করে নানা বয়সী ভক্তবৃন্দ অংশ নেন জন্মাষ্টমী উৎসবে। সনাতন সমপ্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রীকৃষ্ণের রথ, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, কংসের জেলখানাসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। সব বয়সের মানুষের সরব অংশগ্রহণে এক নবরূপ ধারণ করে শ্রীকৃঞ্চের জন্মতিথি উৎসবের মাঙ্গলিক মহাশোভাযাত্রা। জন্মাষ্টমী শোভাযাত্রাকে ঘিরে সকাল থেকে জেএমসেন হলসহ সামনের সড়ক গুলোতে ভক্তদের ঢল নেমেছিল।

প্রতি বছরের মতো এবারও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদবাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এ মহাশোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় অংশ নিতে নগরী বিভিন্ন মাঠ মন্দির ও ধর্মীয় সংগঠন ছাড়াও উপজেলার বিভিন্ন মঠমন্দির থেকে ট্রাক মিনিট্রাক, পিকআপ, লরিতে করে মিছিল নিয়ে ভক্তরা আন্দরকিল্লা, মোমিন রোডসহ আশপাশের এলাকায় জড়ো হন।

আন্দরকিল্লা, লালদীঘির পাড়, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স, ডিসি হিল, মোমিন রোড ঘুরে শোভাযাত্রাটি আবার জেএম সেন হলে উৎসব প্রাঙ্গণে চলে আসে।

এর আগে আন্দরকিল্লা চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহাশোভাযাত্রা উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নোমান আল মাহমুদ এমপি, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। জন্মাষ্টমী মহাশোভাযাত্রা পরিষদের আহবায়ক মাইকেল দে ও সদস্য সচিব দেবাশীষ নাথ দেবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। বক্তব্য রাখেন, জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেবাশীষ পালিত এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশ রচিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই হাতে হাত ধরে যুদ্ধ করেছে, জীবন দিয়েছেন। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক উসকানি দিয়ে কেউ যেন শান্তি বিনষ্ট করতে না পারে সেজন্য সবসময় সবাইকে সতর্ক থাকতে হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আনন্দ শোভাযাত্রায় সবাই সামিল হতে এসেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রাযাত্রা অব্যাহত থাকবে। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, বিমল কান্তি দে, ডা. তিমির বরণ চৌধুরী, কাউন্সিলর জহর লাল হাজারী, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর নিলু নাগ ও রুমকি সেনগুপ্ত, পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী।

পূর্ববর্তী নিবন্ধবাসে অজ্ঞান পার্টির খপ্পরে, এক সপ্তাহ ভুগে মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭ চোরাই টেক্সিসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার