জন্মভূমি

মোহাম্মদ রজব | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

জন্ম দিয়েছে মা আমাকে

লালন করেছো তুমি,

তোমার বুকেই হেঁটে চলেছি

হে প্রিয় জন্মভূমি।

পান করেছি মায়ের দুগ্ধ

তোমাতে করেছি স্নান

এখনও কতো ছোট বড় নদী

তোমাতে প্রবাহমান।

মায়ের কোলে মাথা রেখেছি

শত সহস্রবার,

তোমার বুকে কত কাল রবো

হিসাব নেই কো তার।

তোমার কোলেই বেড়ে ওঠা আর

তোমাতেই যাবো মিশে

তোমাকে করবো শ্রদ্ধা সালাম

তোমাকেই ভালোবেসে।

সোনার চেয়েও দামি তুমি

তোমার তুলনা নাই।

তোমার বুকে জন্ম নিয়েছি

ধন্য হয়েছি তাই।

পূর্ববর্তী নিবন্ধপুরানো নিদর্শন পি কে সেন সাততলা
পরবর্তী নিবন্ধকাজের স্বীকৃতিই শিশুর আত্ম-আবিষ্কারের পথ