জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনায় একজনের রিমান্ড মঞ্জুর

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

নগরীতে জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনায় পতেঙ্গা থানায় দায়ের হওয়া দুটি মামলায় গ্রেপ্তার কম্পিউটার দোকানি নাজমুল হক ওরফে আরিফের এক দিন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের দুজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পৃথক পৃথক শুনানি করে তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে আরিফের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেররিজম ইউনিটের উপপরিদর্শক স্বপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনায় গত ২৫ জানুয়ারি আরিফকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট। গাজীপুরে তাঁর একটি কম্পিউটারের দোকান রয়েছে। যেখানে জন্মনিবন্ধনের আবেদনের কাজ করা হয়।

আদালত সূত্র আরো জানায়, সম্প্রতি নগরীর বিভিন্ন ওয়ার্ডে জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনা ঘটে। এর জেরে এ পর্যন্ত আরিফ সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসকে গ্রেপ্তারে পরোয়ানা
পরবর্তী নিবন্ধভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগের লক্ষ্য