বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গতকাল শুক্রবার ২৪ বছরে পা রাখলেন। তবে জন্মদিনে নেই তেমন আয়োজন। শুধু তাই নয়, বিশেষ এই দিনেও মাদক মামলায় এনসিবির অফিসে হাজিরা দিতে হয়েছে তাকে। মুম্বাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবির অফিসে হাজিরা দিতে হবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধমেচাকে। সেই নির্দেশ অনুযায়ী জন্মদিনের দিনেও হাজিরা দিয়েছেন আরিয়ান। সাদা রেঞ্জ রোভারে করে বাড়ি থেকে বের হতে দেখা যায় আরিয়ানকে। হলুদ টি-শার্ট আর কালো জ্যাকেটে এদিন দেখা গেছে আরিয়ানকে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে চিত্রগ্রাহকরা ক্যামেরা প্রায় ঘিরে রেখেছে তাকে।