জন্মগত হৃদরোগ আক্রান্ত ৪৫০ শিশুর স্ক্রিনিং করল তুরস্কের চিকিৎসকরা

চমেক হাসপাতাল । আগামী সেপ্টেম্বরে বিনামূল্যে ডিভাইস স্থাপন ও সার্জারি করা হবে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে ৪৫০ জন শিশুর জন্মগত হৃদপিণ্ডের ত্রুটির স্ক্রিনিং (পরীক্ষা নিরীক্ষা) করেছে তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসক দল। গতকাল সকাল থেকে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসকদের উপস্থিতিতে তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই কর্মযজ্ঞ সম্পন্ন করেন।

স্ক্রিনিং সম্পন্ন করা শিশুদেরকে হৃদপিণ্ডে আগামী সেপ্টেম্বর মাসে সার্জারি ছাড়া বিশেষ ডিভাইস স্থাপন এবং প্রয়োজনীয় সার্জারি করা হবে। এ কাজে সাহায্যের হাত বাড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সাহায্য সংস্থা মুতদা এইড। গরীব ও সুবিধাবঞ্চিত শিশুদের এই চিকিৎসা বাইরে করালে খরচ হবে অন্তত আড়াই লাখ টাকা। সেই কাজটি বিনামূল্যে করে দিবে দাতা সংস্থাটি।

গতকাল চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে গিয়ে দেখা গেছে, ৯ মাস বয়সী শিশু আদিবকে কোলে নিয়ে হাঁটছেন তার মা। কি সমস্যা জানতে চাইলে শিশুটির মা জানান, শিশু আদিবের প্রায় সময় সর্দি কাঁশি লেগে থাকতো। এছাড়া নিউমোনিয়ার সমস্যাও ছিল। স্থানীয় চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, তার হৃদপিণ্ডে জন্মগত ত্রুটি রয়েছে। আমরা গরীব মানুষ, তাই চিকিৎসা করাতে কষ্ট হচ্ছে। গত কয়েকদিন আগে খবর পেলাম, চট্টগ্রাম মেডিকেলে বিদেশ থেকে ডাক্তার আসবেন, তাই এসেছি। বিদেশি ডাক্তাররা আমার ছেলের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেছে। হাটহাজারী থেকে আসা শিশু রাইসার বাবা জানান, আমার মেয়ের বয়স ৫ বছর। জন্মের পর থেকে সে বারবার অসুস্থ থাকে। তার হার্টে জন্মগত ত্রুটি রয়েছে। আমাদের এলাকার এক ডাক্তারের পরামর্শে মেডিকেলে নিয়ে এসেছি। বিদেশি ডাক্তাররা দেখবেন, শুনেছি। জানতে চাইলে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. নূর উদ্দিন তারেক দৈনিক আজাদীকে বলেন, প্রাথমিকভাবে ৪৫০ জন শিশুকে স্ক্রিনিং করে দেখা হয়েছে। তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামী সেপ্টেম্বরে মাসে পুনরায় এসে তাদের চিকিৎসা দিবেন। এক্ষেত্রে অনেকের বিশেষ ডিভাইস লাগবে। এছাড়া অনেকের সার্জারি লাগবে। তারা প্রয়োজনীয় সরাঞ্জাম এবং দক্ষ চিকিৎসক চিকিৎসক টিম নিয়ে আসবেন।

পূর্ববর্তী নিবন্ধআয়োজকদের একজন হতে পেরে গর্বিত
পরবর্তী নিবন্ধএখন যারা সংস্কারের কথা বলছে, তাদের চেহারা দেখি নাই : খসরু