জন্ম থেকে মানুষ স্বাধীনতার সূর্যসারথি

মোহাম্মদ ইসমাইল | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

স্বাধীনতা হোক পরম এক অর্থবোধক আর বিজয়ের আনন্দ হোক সেই সর্বজনীন। স্বাধীনতা ছাড়া মানুষের জীবন এককথায় অর্থহীন। স্বাধীনতা নামের সুখ পাখিটা সবকিছুতে তাই আমায় ডাকে! আমি আমার অনুভূতি আর ভালোবাসা দিয়ে তাই সবসময় খুঁজতে থাকি জীবনের এই স্বাধীনতাকে! মুক্ত মনের অগাধ এক চিন্তা নিয়ে নিঃশঙ্ক এক স্বাধীন হৃদয়ে বিজয়ের এক উড্ডীন পতাকাতলে স্বাধীনতা যেন তাই সবসময় মানুষকে তার স্বপ্নের কথা বলে! আমার কাছে স্বাধীনতা মানে তাই মানুষের জীবনের একটি সুন্দর ভবিষ্যৎ। স্বাধীনতার ভিতরে তাই মানুষের সে চির অদ্ভুতমুক্ত মতের অধিকার সবসময় যেন একটি আশার আলোর ভাবনা হয়ে কাজ করে। জন্ম থেকে মানুষ তাই স্বাধীনতার সেই সূর্যসারথি! জন্ম থেকে মানুষ তাই এই বিজয়া আনন্দ স্বাধীনতার একজন পরম সাথী!

পূর্ববর্তী নিবন্ধমানুষের জীবনটা ঘড়ির মতো
পরবর্তী নিবন্ধবিনয়ী হওয়া সকলের পক্ষে সম্ভব নয়, এটা অর্জন করতে হয়