জন্ম তোমার ধন্য

অপু বড়ুয়া | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:১৩ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু

শেখ মুজিবের কন্যা

পিতার মতোই কারোর কথায়

পিছ পা তিনি হন না।

পিতার মতোই দেশকে তিনি

রাখেন বুকের মধ্যে

জন্মদিনে তাইতো তাঁকে

শ্রদ্ধা জানাই পদ্যে।

পিতার মতোই দেশকে নিয়ে

স্বপ্ন দেখেন নিত্য

সোনার বাংলা গড়ার কাজে

মগ্ন থাকে চিত্ত।

জাতির পিতার কন্যা তিনি

পিতার মতোই মন তাই

থাকবে সুখে দেশের মানুষ

ভাবেন সারাক্ষণ তাই।

দেশজুড়ে আজ উন্নয়নের

কর্মধারা চলছে

যেমন পিতা তেমন মেয়ে

বিশ্ববাসী বলছে।

মানবতার বীর জননী

জন্ম তোমার ধন্য

আঁধার স্বদেশ ভরল আলোয়

শুধুই তোমার জন্য।

পূর্ববর্তী নিবন্ধলুই পাস্তুর: জলাতঙ্কের টিকা আবিষ্কারক
পরবর্তী নিবন্ধপ্রিয় নবীর প্রেম